
করোনাভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে বান্দরবানের ৭ তরুণ সংগঠক। করোনায় সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই নিজেদের ব্যক্তি তহবিল থেকে বান্দরবানের ভিক্ষুক, দিনমজুর ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তারা। ৭ তরুণ হলেন বান্দরবান পৌর এলাকার ইমরান উদ্দীন বাবু, মবিনুল ইসলাম জিকু, রিজভী রাহাত, একেএম এমরান জিতু, জিয়া উদ্দীন বাবলু, মেহেদী হাসান ও দেলোয়ার হোসেন।
এমরান হোসেন বাবু জানান, বান্দরবান পৌর এলাকার মানবিক এর পক্ষে থেকে বালাঘাটা, হাজী পাড়া, রোয়াংছড়ি স্টেশন, কালাঘাটা, সেগুন বাগিচা, বনরুপা পাড়া, নোয়া পাড়া, নিউ গুলশান, বাষ্টেশন, যৌথ খামার, আমতলী পাড়া, মেঘলা, গুরস্তান মসজিদ এলাকা, টিএনন্টি কলেনী এলাকা, ইসলাম পুর, কাশেম পাড়া, হাফেজ ঘোনা, মেম্মার পাড়া, আর্মি পাড়া, কেজি স্কুল এলাকা, বাজার এলাকায় যাছাই বাছাইয়ের পর মানবিক সেচ্ছাসেকদের তত্ত্বাবধানে অসহায়/ কর্মহীন বাড়ি পৌছে দিয়েছি শুভেচ্ছা উপহার।
এ বিষয়ে মবিনুল ইসলাম জিকু বলেন, ‘করোনার এই পরিস্থিতিতে আমরা সাত জন বন্ধু মিলে এলাকার তরুণদের সাথে নিয়ে অসহায়, কর্মহীন মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা এর আগে ভারসাম্যহীন দের নিজের অর্থ দিয়ে নিজেরা গিয়ে খাবার দিয়েছি। মানবিকের এমরান জিতু জানান, বান্দরবানে লকডাউন না হলেও সাধারণ ছুটির কারণে মানুষ কর্মহীন। সরকারের পাশাপাশি আমরা নিজেদের সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।’
জিয়া উদ্দীন বাবলু বলেন, ‘পবিত্র রমজানকে সামনে রেখে উপহার হিসেবে অসহায়, দুস্থ ও মধ্যবিত্ত পরিবারকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি আমরা। এ কার্যক্রম অব্যাহত আছে। রিজভী রাহাত বলেন, সহযোগিতার মনোভাব নিয়েই করোনা সংকটে কর্মহীন মানুষের পাশে থাকার চেষ্টা করেছি আমরা। আমরা যাদের শুভেচ্ছা উপহার দেয়, আমরা ত্রাণ গৃহিতার কোন ছবি তুলি না, রমজান মাসেও এ চেষ্টা অব্যাহত আছে আমাদের। মানবিক, অসহায় মানুষের পাশে সব সময়। আপনিও মানবিকের সাথে থাকুন।