খুলনা প্রতিনিধি;
খুলনায় আরও তিনজন করোনা আক্রান্ত হয়েছে। গতকাল রবিবার খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষার পর তিনজনের নমুনায় করোনা পজেটিভ ধরা পড়ে। খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল আহাদ সাংবাদিকদের জানান, আক্রান্তদের মধ্যে একজন নগরীর নিরালা এলাকার বাসিন্দা এবং তিনি পুলিশ কনস্টেবল। এক সপ্তাহ আগে তিনি ঢাকার রাজারবাগ থেকে খুলনায় আসেন। এরপর অসুস্থ হয়ে পড়লে গত শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়।
তিনি বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত অপর দুইজনের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়। এ নিয়ে তিনজন চিকিৎসকসহ খুলনার ল্যাবে মোট ১৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।