নিউজ ডেস্কঃ
কোভিড-১৯ এ আক্রান্ত সিলেটে আরো ৮ গত ২৪ ঘন্টায় সিলেটে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো আট জন। আক্রান্ত আট জনের মধ্য সিলেট ১ জন, হবিগঞ্জ ১ জন ও মৌলভীবাজারের ৬ জন রয়েছেন। তথ্যটি নিশ্চিত করে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়। বলেন গতকাল রবিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২য় তলায় স্থাপিত ল্যাবে মোট ১৬৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে ১৫৭ জনের রিপোর্ট আসেন নেগেটিভ এবং ৮ জনের রিপোর্ট আসে পজেটিভ। অর্থাৎ সিলেট অঞ্চলে নতুন করে আরো আট জনকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে সিলেট অঞ্চলে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮৪ জন। এর বাহিরে আরো ৩ জন নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন সিলেটে ৮৭ জন, ভয়াবহ করোনা ভাইরাস সিলেট অঞ্চলে সর্বমোট আক্রান্ত এই ৮৭ জনেই।