নিউজ ডেস্কঃ
দেশে প্রতিনিয়ত স্বাস্থ্য কর্মীসহ চিকিৎসকরা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবার ময়মনসিংহ আরো ৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে তাদের ৯ জনই স্বাস্থ্যকর্মী,ময়মনসিংহে আরো ৯ জন স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ৯ জন নিয়ে জেলায় নতুন করে ৮৬ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন করে আক্রান্ত ৯ জন স্বাস্থ্যকর্মীর সবাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন এবিএম মশিউল আলম। সিভিল সার্জন এসময় বলেন, গতকাল সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তাদের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
গতকাল সোমবার তিন ধাপে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয় এতে ২১ জন করোনা ভাইরাস পজিটিভ আসে। তাদের ১০ জন ময়মনসিংহ জেলার, আট জন জামালপুরের এবং ৩ জন নেত্রকোনার। ময়মনসিংহের ১০ জনের মধ্যে ৬ জন চিকিৎসক ও ৩ জন স্বাস্থ্যকর্মী। অপর একজন ত্রিশাল উপজেলার বাসিন্দা বলে জানা যায়। করোনাভাইরাসে সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৯ জন স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ফলে এই প্রতিষ্ঠানে মোট আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়িয়েছেন ৬৫ জনে। তাদের মধ্যে ২৭ জনই চিকিৎসক। আর অন্য ৩৮ জনের মধ্যে নার্স, আয়া, ওয়ার্ড বয়সহ অন্য কর্মচারীরা রয়েছেন।