
টিকে থাকা, টিকিয়ে রাখা।
আল ওমায়ের (সাকিব)
ঘর থেকে যখন রাস্তায় আসি তখন অনেক কিছু চোখে পড়ে।হরেক রকমের মানুষ দেখি তখন আমরা।বিত্তবান থেকে শুরু করে নিম্নবিত্ত অনেক রকমের মানুষ।হরেক রকমের পেশার মানুষকে দেখা যায়।বিরাট অফিসার থেকে শুরু করে পথের ভিক্ষুককে দেখা যায়।
পেশা এবং অবস্থা যেমনি হোকনা কেনো সবার কিন্তু একটাই লক্ষ্যে সেটা হলো টিকে থাকা।এই পৃথিবীতে সবাই একটু সুখে থাকার জন্য দিনরাত পরিশ্রম করছে সমগ্র মানুষ ভিন্ন ভিন্ন পেশায় থেকে।সবার পেশা কিন্তু এক না কিন্তু সবার লক্ষ্যে এক সেটা হলো এই পৃথিবীতে টিকে থাকা আর সুখে থাকা।
ছাত্রদের পাঠদান করা সেই শিক্ষক টিকে থাকে ছাত্রদের পাঠদান করতে করতে আর টিকিয়ে রেখেছে একটি পরিবারকে।
চার দেয়ালের শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে কম্পিউটারের স্কিনে তাকিয়ে থাকা সেই চাকুরীজীবী কম্পিউটারের বাটন টিপতে টিপতে নিজে টিকে থাকে এবং টিকিয়ে রাখে একটি পরিবারকে।
টিউশন করাতে যাওয়া সেই মেধাবী ছাত্র ঘরে ঘরে যত্ন সহকারে পড়াতে পড়াতে নিজে টিকে থাকে এই পৃথিবীতে এবং টিকিয়ে রেখেছে একটি পরিবারকে।
পরিবারের সদস্যকে ছেড়ে প্রবাসে থাকা সেই মানুষ পরিবার থেকে দূরে থেকে কষ্ট করতে করতে টিকে আছে এবং টিকিয়ে রেখেছে একটি পরিবারকে।
পত্রিকায় কাজ করা সেই সংবাদকর্মী পত্রিকায় রিপোর্ট করতে করতে টিকে থাকে এবং টিকিয়ে রেখেছে একটি পরিবারকে।
বিনোদন পাড়ার সেই বিনোদনকর্মী মানুষকে বিনোদন দিতে দিতে টিকে থাকে এবং টিকিয়ে রেখেছে একটি পরিবারকে।
রাস্তার ধারে ঝালমুড়ি বিক্রি করা সেই অশিক্ষিত যুবকটি ঝালমুড়ি বানাতে বানাতে টিকে আছে এবং টিকিয়ে রেখেছে একটি পরিবারকে।
পার্কে বসে বাদাম বিক্রি করা সেই আধ বয়সী লোকটি বাদাম বিক্রি করতে করতে টিকে আছে এবং টিকিয়ে রেখেছে একটি পরিবারকে।
রিকশার পেডেল মারতে মারতে সেই রিকশাচালকটি টিকে আছে এবং টিকিয়ে রেখেছে একটি পরিবারকে।
ডাস্টবিনের সেই ময়লা আবর্জনা ফেলানো লোকটি ডাস্টবিনের ময়লা পরিষ্কার করতে করতে টিকে আছে এবং টিকিয়ে রেখেছে একটি পরিবারকে।
এইরকম উদাহরণ দিতে গেলে উদাহরণ শেষ হবেনা।এই পৃথিবীতে সব মানুষ ভিন্ন ভিন্ন পেশায় ভিন্নভাবে টিকে আছে।আর টিকে আছে শুধুমাত্র সুখের জন্য।এতকিছু করার প্রধান কারণ হলো সুখ নামক সেই পাখিটিকে পোষে রাখা।এই সুখ নামক পাখিটিকে পোষ মানিয়ে রাখার জন্য দিনরাত পরিশ্রম করছে পৃথিবীর বিভিন্ন পেশার মানুষ।দিনশেষে সবাই চাই পরিবার নিয়ে হাসিখুশিতে দিন কাটাতে।আর এই হাসিখুশি,আনন্দ, সুখ এইসব মানুষকে হাতছানি দিয়ে টিকিয়ে রাখে এই সুন্দর পৃথীবীতে।