মোঃ তাজুল ইসলাম মিয়াজী:
ওমান প্রতিনিধি ঃ
ওমান ভিসা দালালের হাতে পড়ে ৪ বাংলাদেশী প্রতারিত,
জানা যায়, ওমান মাসকেট থ্রী সি সি রাশেদ নামের এক ভিসা দালাল প্রথম একটি লন্ড্রি দোকানে কাজ করতো,জানা যায় দালাল রাশেদের দেশের বাড়ী চট্টগ্রাম,
পরে কিছুদিন যাওয়ার পর দোকানের ভিসা আছে বলে এবং ভিসা দিবে বলে ওমান প্রবাসী বাংলাদেশী ৪ জন থেকে, ৪ টি ভিসা দিবে বলে ৩ হাজার রিয়াল নিয়ে যায়, বাংলা টাকা, ৬ লক্ষ টাকার ও বেশী।
ভুক্তভোগীরা জানান, তাদের কে ভিসা দিবে ১০ দিন পরে তাই টাকার দরকার বলে টাকা নিয়ে যায়।
আজ ১ মাস তার কোন খবর জানেনা কেউ বলে জানান ভুক্তভোগীরা,
ভুক্তভোগীরা হলেন.. (১) আব্দুল করিম কুমিল্লা লাকসাম মনোহরগঞ্জ ৭৫০ রিয়াল= বাংলা ১ লক্ষ ৫০ হাজার টাকা, (২) আবুল বশর লাকসাম মনোহরগঞ্জ ৭৫০ রিয়াল = ১ লক্ষ ৫০ হাজার টাকা (৩) আব্দুল রহমান লাকসাম দৌলতগঞ্জ ৭৫০ রিয়াল,
(৪) কামুরুল হাছান লাকসাম পেচরা, ৭৫০ রিয়াল।
মোট= ৩ হাজার রিয়াল= ৬ লক্ষ টাকার ও বেশী টাকা,
ভুক্তভোগীরা ও আসে পাশের থাকা বাংলাদেশীরা জানান, দালাল রাশেদ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে দোকান দেয়, পরে ভিসা দিবে বলে মানুষের কাজ থেকে টাকা নিয়ে পালিয়ে যায়, কিন্তু ভিসা দেয়না বলে জানান ভুক্তভোগী বাংলাদেশী প্রবাসীরা।
তারা আরো জানান রাশেদ দেশ থেকে কিছু লোক এনেছে যাতে তাকে বিশ্বাস করে লোকে, দেশ থেকে লোক এনে কাজ না দিয়ে রুমে কয়েক দিন রেখে রাশেদ পালিয়ে যায়, এমন অভিযোগ পেয়েছে বলে জানান প্রবাসীরা।
তাই তাকে ধরে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান…..