নিউজ ডেস্কঃ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরো ২ জন সহকারী রেজিস্ট্রার চিকিৎসক ও ২ জন নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা যায়। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ওই ৪ জনসহ দিনাজপুরের ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার ১ জন করে মোট ৬ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এবিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী।
পরিচালক বলেন, আজ বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় হাসপাতালের কার্ডিওলজি ও মেডিসিন বিভাগের ২ জন সহকারী রেজিস্ট্রার চিকিৎসক এবং ২ জন সিনিয়র স্টাফ নার্স (১জন পুরুষ) করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল ওই হাসপাতালের ২ নার্স এবং ২৭ এপ্রিল ২ জন চিকিৎসক (১ জন ইন্টার্ন চিকিৎসক) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৪ জন চিকিৎসক ও ৪ জন নার্স আক্রান্ত হয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আরো বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত থাকার কারণে ৪ জন চিকিৎসক ও ৪ জন নার্স কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।