নিউজ ডেস্কঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধানকাটা নিয়ে ২ পক্ষের মধ্যে সংঘর্ষে নূরুল হক (৪০) নামে ১ কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে ১০-১২জন।আজ বুধবার ২৯ এপ্রিল বিকাল ৩টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বাদাটি গ্রামে এ ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়রা জানান, বাদাটি গ্রামের নুরুল ইসলাম ও নুরুদ্দিনের সঙ্গে পাশের গ্রাম মারুয়াখালি গ্রামের সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও হাবিবুল্লাহদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
এ অবস্থায় উভয়পক্ষের মধ্যে জমির মালিকানা নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছেও জানা যায়। আজ বুধবার ২ গ্রুপের মধ্যে আবারও উত্তেজনা শুরু হলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসহ একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুরুল হককে মৃত ঘোষণা করেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আজ বুধবার দুপুরে জমিজমা নিয়ে বিরোধের ঘটনায় বিপক্ষে সংঘর্ষ হয় এবং তাতে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।