কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জ️াতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ এর উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় গরিব ও অসহায় ২০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামের গুড নেইবারস্ এর কার্য️ালয়ের সম্মুখে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে গরীব ও অসহায় ২০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র ব্যবস্থাপক রোমি রতন গোমেজ। খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ। এসময় উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড️ সদস্য কে, মনিন্দ্র কুমার সিংহ, গুড নেইবারস এর হেলথ অফিসার মহাদেব রায় নিশান, একেবাংলা স্কুলের প্রধান শিক্ষক সুরচন্দ্র সিংহ প্রমুখ।