মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের গরিব ও অসহায়দের জন্যে ১০ টাকা কেজি দরের সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার কর্তৃক চুরিকৃত চাল উদ্ধার করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা। এঘটনায় র্যাব চালের ডিলার স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবু আব্দুল্লাহ(৫৫) ও তার পুত্র আজিজুর রহমান(২৮)কে আটক করে। বুধবার (২৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ক্যাম্পের কমান্ডার এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যাব সদস্যরা প্রায় ৮ ঘন্টাব্যাপি এ অভিযান চালিয়ে চুরিকৃত চালসহ পিতা-পুত্রদ্বয়কে আটক করে। সেখান থেকে র্যাব সদস্যরা ৭ বস্তা ১০ টাকা কেজি দরের সরকারি চাল উদ্ধার করে।
র্যাব-৯ কমান্ডার আনোয়ার হোসেন জানান, আটক ডিলার আবু আব্দুল্লাহ ও তার ছেলে প্রথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে সে ইসলামপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের সরকারি চাল বিভিন্ন সময় সুবিধাভোগিদের টিপসই জাল করে চুরি করে আসছে। তিনি বলেন, ডিলারের কাছে যে পরিমান চাল কাগজে কলমে পাওয়ার কথা তার থেকে বেশি পরিমানের চাল তার গোডাউনে পাওয়া যায়। তাতে করে প্রমান মিলে যে তারা আগেথেকেই ভূক্তভুগিদের চাল আত্বসাৎ করে আসছে।এসব চাল গরিবের জন্য প্রধানমন্ত্রীর উপহার। সেই গরিবের চাল চুরি করে বিক্রির চেষ্টা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি।
এসময় স্থানীয় চেয়ারম্যান ও বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি উপস্থিত ছিলেন। আটক আবু আবদুল্লাহকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ডিলার আবু আবদুল্লা’র ছেলে কর্তৃক একই কর্মসূচির ৫ বস্তা চাল চুরির স্বীকারাক্তিমূলক কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে, উক্ত ঘটনায় প্রথম তদন্ত কমিটির কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী মামুন ভূইয়া তদন্ত করে চাল চুরির সত্যতা পেলেও অধিক তদন্তের কথা বলে কাল ক্ষেপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করলে যোগাযোগ সম্ভব হয়নি, পরে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।