বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল সীমান্তের বারোপোতার শিবনাথপুর গ্রাম থেকে শনিবার (২রা মে) ভোরে ৫শ’ গ্রাম গাঁজাসহ মহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক মহিদুল বারোপোতার শিবনাথপুর গ্রামের মুনসুর আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সংগীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে শিবনাথপুর জামে মসজিদের সামনে ইটের রাস্তার উপর থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ মহিদুলকে আটক করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।