চন্দনাইশের প্রতিটি ইউনিয়ন ও ২টি পৌরসভায় দফায় দফায় গৃহবন্দী প্রবাসী পরিবার ও অসহায় নিম্নমধ্যবিত্ত মানুষের মাঝে চন্দনাইশ সমিতি ইউএই’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন চন্দনাইশ সমিতি ইউএই’র আহ্বায়ক বিশিষ্ট সমাজ সেবক লায়ন আলহাজ্ব নজরুল ইসলাম তালুকদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম আহ্বায়ক কাজী মোঃ মিজানুর রহমান, আবুল হোসেন, বদিউল আলম প্রবাসী নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রী বিতরণকালে নজরুল ইসলাম বলেন, খাদ্য সামগ্রী বিতরণকালে নজরুল ইসলাম বলেন,
করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে সারা দুনিয়া, লক ডাউন হয়েছে অনেক দেশ ও ব্যস্ত শহর। স্থবির হয়ে গেছে বাংলাদেশ ও বন্ধ হয়েছে সরকারী বেসরকারী অফিস, রাস্তাঘাটে নেই মানুষ জন। এমনি অবস্থায় জীবন ও জীবিকা নিয়ে অসহায় দিন পার করছেন খেটে খাওয়া কর্মহীন মানুষ। তিনি সরকারের পাশাপাশি দেশের ধর্নাঢ্য ব্যক্তিদের যে যেখানে আছে সে খান থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান।