করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি মানুষের মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সোশ্যাল কাউন্সিলিং এর মাধ্যমে পরামর্শ প্রদান করছে শিল্প চর্চা কেন্দ্র ও আত-উন্নয়নমূলক সংগঠন পূর্বা। ০১৯৬৮৩৭৯৩০৭ মোবাইল নাম্বারে ফোন করে যে কেউ প্রতিদিন ২৪ ঘন্টা এই সেবা নিতে পারবেন। পূর্বা সোশ্যাল কাউন্সিলিং সেলের সদস্যরা প্রতিদিন কয়েকটি শিফটে বিভক্ত হয়ে ২৪ ঘন্টা এই সেবাটি দিচ্ছেন। গত ০৫মে মঙ্গলবার ভিডিওকলে সেবাটি উদ্বোধন করার সময় পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয় বলেন,
সার্বক্ষণিক ঘরে থাকার কারনে আমাদের অনেকের মধ্যেই বিভিন্ন ধরনের হতাশা, মানসিক চাপ ও করোনা আতঙ্ক বিরাজ করছে। সেক্ষেত্রে এই আতঙ্ক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে প্রভাব ফেলতে পারে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সকলের মানসিক চাপ ও দুশ্চিন্তা কমিয়ে সাহস দেবার জন্যই পূর্বা’র এই উদ্যোগ। সেবাটি সার্বক্ষনিক মনিটরিং করবেন পূর্বা’র সদস্য মোঃ নকিবুল কাদের চৌধুরী, ইসরাত জাহান জ্যোতি, রিটু বড়ুয়া, তূর্জয় দাশ, ডেইজী মল্লিক। এই কাউন্সিলিং সেবাটি সবার জন্য উম্মুক্ত থাকবে।