মোসলেম উদ্দিন (ইমন)
মহামারী করোনাভাইরাসে বন্দরনগরী চট্টগ্রামে আজ ৭ মে বৃহস্পতিবার পর্যন্ত ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে এ নিয়ে সর্বমোট চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ১৪৭ জন, চট্টগ্রাম বিআইটিআইডিতে ১৯৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৯ টিই পজিটিভ আসে ১৯ টির মধ্যে ১৮ টি চট্টগ্রামের অন্য ১ টি ভিন্ন জেলার, চট্টগ্রামের ১৮টি পজিটিভের মধ্যে রয়েছে।
সাতকানিয়া থানার-১ জন, আকবরশাহ থানা-১ জন, হালিশহর থানা- ১ জন, লোহাগাড়া থানা- ৩ জন, সাগরিকা -১(মৃত) জন, দক্ষিণ নালাপাড়া=১ জন, এনায়েত বাজার=২ জন, ঈদগাহ, চট্টগ্রাম -২ জন, রাহাত্তারপুল-১ জন,পাচলাইশ-১ জন, শুলকবহর-১ জন, কোতোয়ালি -১জন,কর্নেলহাট-১ জন, মোট = ১৮ জন তৎমধ্যে ১ জন মৃত। ১৯৮ টি নমুনা পরীক্ষা করে ১৯ টি পজিটিভ আসে ১৭৯ টি নেগেটিভ।