
ছাতক প্রতিনিধি:
ছাতকে গোবিন্দগঞ্জ এলাকায় ভাসমান, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে যুক্তরাজ্য প্রবাসি রবিন আহমদ রুবেলের নিজ অথায়নে তার চাচাত্ব ভাই শিমুল আহমদ আবু। গত বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট সহ বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে অসহায় মানুষের মাঝে শতাধিক ইফতার বিতরণ করা হয়। বিতরনকালে ছিলেন,ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার।হোসেন রনি,আ’লীগ নেতা মখছুদ্দ আহমদ মনির ও শিমুল আহমদ আবু। বক্তারা বলেন পৃথিবী জুড়েই মহামারি করোনায় কালের শুরু থেকে প্রবাসে মাটিতে থেকে বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তার যথেষ্ট চেষ্টা করে মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য কাজ করছেন। সমাজের প্রত্যেক মানুষ এভাবে এগিয়ে আসার জোর দাবি করেন।