নিউজ ডেস্কঃ
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস নিয়ন্ত্রণ রাখতে যারা দিন-রাত পরিশ্রম করেছিলেন তারাই মূলত বেশি আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে পুলিশ ডাক্তার সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করেছেন। করোনাভাইরাস নিয়ন্ত্রণ রাখতে প্রতিটি এলাকায় এলাকায় সচেতন করতে গিয়ে, অনেক পুলিশ সদস্য করানোভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। কিন্তু এবার করোনাভাইরাসকে জয় করে হাসপাতাল ছাড়লেন ১৮ জন বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন আরো ১৮ জন বাংলাদেশ পুলিশের সদস্য। তারা আজ শুক্রবার (৮ মে) বিকেলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। করোনাভাইরাস ধরা পড়ার পর তারা বিভিন্ন সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানান।তিনি জানান, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) চিকিৎসা প্রটোকল অনুযায়ী ১৮ জন পুলিশ সদস্যকে পরপর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। দুবারই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৯৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ২৫০ শয্যাবিশিষ্ট বেসরকারি ইমপালস হাসপাতাল কোভিড-১৯ আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য বন্দোবস্ত করা হয়েছে। ৬টি বিভাগীয় শহরে হাসপাতাল ভাড়া করে সেখানেও প্রয়োজনীয় সব সুবিধা যুক্ত করা হচ্ছে। করোনা আক্রান্ত সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি ব্যক্তিগতভাবে ইউনিট কমান্ডারদের সঙ্গে কথা বলে প্রতিনিয়ত আপডেট নিচ্ছেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন বলে জানা যায়।