নিউজ ডেস্কঃ
বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারের দেওয়া অঘোসিত লকডাউন চলাকালীন সময়ে লকডাউন শিথিল করে সরকার আগামীকাল ১০ মে রবিবার থেকে মার্কেট শপিং মল খোলার কথা থাকলেও বিভিন্ন এলাকার ব্যবসায়ী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বৈঠক করে মার্কেট খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে খুলবেনা মার্কেট আজ শনিবার ফেনী শহরের ব্যবসায়ী সমিতির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ফেনীর কোন মার্কেট খুলবে না ঈদের আগে।
চলমান করোনা পরিস্থিতিতে ঈদের আগে সব প্রকারের দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেনী শহর ব্যবসায়ী সমিতি।আজ শনিবার সংগঠনটির কার্যালয়ে আয়োজিত ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিসহ ১৮টি ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে সরকারের সিদ্ধান্ত মোতাবেক নিত্যপণ্যের দোকান, কাঁচামাল ও ফার্মেসি খোলা রাখা যাবে।সংগঠনের সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী বলেন,
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে এখন অচলাবস্থা চলছে। এ সময় দোকানপাট ও ব্যবসায়িক কেন্দ্র খোলা রাখা হলে কম সময়েই এ রোগ ছড়িয়ে পড়তে পারে। জীবিকার চেয়ে জীবন বড়। জীবন বাচাঁনোর জন্য আমরা ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ফেনী শহরের সব দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও জেলা প্রশাসনকে জানিয়ে প্রয়োজনীয় পরামর্শ নেয়া হবে। সিদ্ধান্ত বাস্তবায়ন করতে মনিটরিং কমিটিও ঘোষণা করা হয়েছে।