নিউজ ডেস্কঃ
প্রাণঘাতী করোনাভাইরাসে ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছে আট হাজার ৯৮৭ জন কিন্তু ফরিদপুর জেলায় আক্রান্তের সংখ্যা ছিল আজ শনিবার পর্যন্ত মাত্র ২১ একজন কিন্তু একই পরিবারের দুজনের করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে তাও আবার বাবা-ছেলের একই পরিবারের বাবা ছেলে করোনায় আক্রান্ত হয়েছে।ফরিদপুরে নতুন করে বাবা-ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা ভাইরাস শনাক্তকরণ ল্যাব সূত্রে আজ শনিবার (৯ মে) বিকেলে এ তথ্য জানা গেছে।
এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ২৬ জন করোনা রোগী শনাক্ত হলেন।নতুন যে ২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তারা বাবা-ছেলে। তাদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের একটি গ্রামে। বাবার বয়স ৫৫ ও ছেলের বয়স ২৪। বাবা ঢাকায় একটি পত্রিকার কার্যালয়ে মেশিনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় থাকেন। বাবা ঢাকায় অসুস্থ হয়ে পড়লে এবং তার শরীরে করোনা ভাইরাস উপসর্গ দেখা দিলে ছেলে গত বৃহস্পতিবার (৭ মে) বাবাকে নিয়ে ফরিদপুরে আসেন। গতকাল শুক্রবার করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য ২ জনের নমুনা নেয়া হয়। ফরিদপুরের সিভিল সার্জন মোহাম্মদ ছিদ্দীকুর রহমান বলেন,
ফরিদপুরে শনিবার নতুন করে ২ ব্যক্তির করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট ২৬ জনের কোভিড-১৯ শনাক্ত হলো। এই ২৬ জনের মধ্যে ফরিদপুর সদরে ৭, নগরকান্দা ও বোয়ালমারীতে ৫ জন করে, ভাঙ্গায় ৩ জন, চরভদ্রাসন ও আলফাডাঙ্গায় ২ জন করে এবং সদরপুর ও মধুখালীতে ১ জন করে আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন আরও বলেন, এর মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এর মধ্যে নগরকান্দার ৪ জন ও বোয়ালমারীর ১ জন রয়েছেন। ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আলীমুজ্জামান জানান, ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের করোনা ভাইরাসে আক্রান্ত বাবা-ছেলের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।