ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে দাবি অনুযায়ী চাঁদা না দেয়ায় রুবেল মিয়ারসহ ৩জনের নেতৃত্বে এক চাউল আড়ৎ ব্যবসা প্রতিষ্ঠান হামলা ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। শনিবার বিকালে উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত রোববার চাউল আড়ৎ ব্যবসায়ী সইদ আলী বাদী হয়ে রুবেল মিয়াকে প্রধান আসামী করে ৩জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাচঁ শতাধিক ব্যবসা প্রতিষ্টান মালিকদের মধ্যে চরম আতĽ বিরাজ করছেন বাজার এলাকায় জানা যায়, গোবিন্দগঞ্জ নতুনবাজারে গত শনিবার গভীর রাতে উপজেলার দিঘলী রামপুর গ্রামে আখলুছ আলীর পুত্র রুবেল মিয়াসহ একটি দল বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে তালা ভেঙ্গে লুটপাটের চেষ্টা করেছিল।
এসময় নৈশপ্রহরী আফাজ উদ্দিন তাদের রাতে দোকানের তালা ভেঙ্গে প্রবেশ বাধাঁ দেয়ায় তারা নৈশ-প্রহরীকে আফাজ উদ্দিন (৫৫ কে বেধম মারপিট ও কুপিয়ে জখম করেছে। এ ঘটনার খবর রাতে জনৈক ব্যক্তি মোবাইলে মাধ্যমে থানায় খবর দেয়া হলে এ খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ এসে সন্ত্রাসীদের ধাওয়া দিলে অবশেষে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় হাসপাতাল চিকিৎসা দেয়া হয়েছে। পরে দিন এ ঘটনায় জের ধরে বাজারে দিবালোকে রুবেল মিয়ার নেতৃত্বে দেশী অস্ত্র নিয়ে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউপির শিবনগর গ্রামে মৃত মকবুল আলীর পুত্র সইদ আলীর চাউল আড়ৎ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা উৎল্লাস করে পালিয়ে গেছে।
এব্যাপারে নৈশ- প্রহরী আফাজ উদ্দিন জানান, সন্ত্রাসীদের চিনে ফেলার অপরাধে তারা তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। এঘটনার কাউকে বললে তাকে কুপিয়ে টুকরো করে তার লাশ নদীতে ফেলে দেয়ার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এব্যাপারে চাউল আড়ৎ ব্যবসায়ী প্রতিষ্টানে মালিক সইদ আলী জানান,তার কাছে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু দাবি অনুযায়ী টাকা চাঁদা না দেয়ায় তারা ভয়-ভীতিসহ দেশ ত্যাগের হুমকি দিয়ে আসছিল। গত শনিবার রাতে তারা তার দোকানে তালা ভেঙ্গে লুটপাট চেষ্টা করেছিল।
এ সময় নৈশপ্রহরীকে বাধাঁ দেয়ায় কারনে চাউল লুটপাট করতে পারেনি। এ ঘটনার জের ধরে দিনের বেলা সন্ত্রাসী রুবেল মিয়া নেতৃত্বে তার দোকানে হামলা ভাংচুর লুটপাট চালায় সন্ত্রাসীরা। এব্যাপারে গোবিন্দগঞ্জ নতুনবাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আ’লীগ নেতা মাওলানা আক্তার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, করোনার মহামারি কারনে ব্যবসা প্রতিষ্টান বন্ধ সন্ত্রাসীরা রাতে প্রহরী উপর হামলা ও দিবালোকে ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। এঘটনাটি ওসি মহোদয়কে আমরা অবগত করেছি।
অভিযোগ দিলে আইনানুগত ব্যবস্থা নেবেন বলে তিনি আশ্বাত করেছেন।এদিকে নৈশপ্রহরী বাদী হয়ে রুবেল সহ তিনজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের প্রস্ততি চলছে। এব্যাপারে জাউয়াবাজার পুলিশ ক্যাম্পে দারোগা শফিক আহমদ জানান, এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মোখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করেছেন কিন্তু এখনো ও লিখিত অভিযোগ পায়নি। এ ঘটনার পর থেকে গোবিন্দগঞ্জ নতুনবাজার এলাকার ব্যবসা-প্রতিষ্টান মালিকদের মধ্যে আতংক বিরাজ করছে।