নিউজ ডেস্কঃ
এবার প্রবাসীরা টাকা পাঠানো রেমিটেন্স পাবেনা ডাকবাংলা ব্যাংকের গ্রাহকরা, প্রবাসীদের পাঠানো টাকার রেমিট্যান্সের ওপর বোনাস দেয়া বন্ধ করে দিয়েছে ডাচ-বাংলা ব্যাংক। ফলে এখন থেকে ব্যাংকের দেয়া অতিরিক্ত এক শতাংশ ইনসেনটিভ পাবেন না প্রবাসীরা। সম্প্রতি ব্যাংকটি রেমিট্যান্সে এক শতাংশ ইনসেনটিভ স্থগিত করে একটি নির্দেশনা জারি করেছে।আজ মঙ্গলবার (১২ মে) ডাচ-বাংলার জনসংযোগ কর্মকর্তা এইচ এম সাগির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাংকের শাখাগুলো বোনাস ক্যাম্পেইন ইতোমধ্যে বন্ধ করেছে। এজেন্ট ব্যাংকিংগুলোতেও ১২ মে আজ মঙ্গলবার থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
তিনি আরো জানান, এতদিন ডাচ-বাংলার পক্ষ থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে সরকারের দেয়া ২ শতাংশ ও ব্যাংকের অতিরিক্ত ১ শতাংশসহ মোট ৩ শতাংশ হারে প্রণোদনা দেয়া হতো। অতিরিক্ত ১ শতাংশ বোনাস স্থগিত করেছে। এখন রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ হারে সরকারি প্রণোদনা পাবেন প্রবাসীরা। বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে চলতি অর্থবছরের বাজেটে রেমিট্যান্সের ওপর ২ শতাংশ নগদ প্রণোদনা ঘোষণা করে সরকার। প্রবাসীরা যাতে সহজে দেশে অর্থ পাঠাতে পারেন,
সেজন্য বেশকিছু শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। প্রণোদনার অর্থ পরিশোধের জন্য চলতি অর্থবছরের বাজেটে ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। ফলে বৈধপথে বাড়ে রেমিট্যান্স প্রবাহ। কিন্তু করোনাভাইরাসের আঘাতে এটি নেতিবাচক ধারায় চলে গেছে। সবশেষ চলতি বছরের এপ্রিলে পাঠানো রেমিট্যান্স আগের বছরের এপ্রিল মাসের চেয়ে ৩৫ কোটি ডলার বা ২৪ দশমিক ৬৩ শতাংশ কম। গতবছর একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৩ কোটি ৪৩ লক্ষ ডলার।