মোসলেম উদ্দিন (ইমন)
আজ মঙ্গলবার ১২ মে চট্টগ্রাম বিআইটিআইডিতে ২৪৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ৩১ টি পজিটিভ আসে। মহানগরসহ চট্টগ্রামে রয়েছে ২৭ জন, চট্টগ্রাম মহানগরে ২৫ জন, এবং উপজেলায়-২ জন রাংগুনিয়া-১ জন, সীতাকুন্ড-১ জন, এবং বিভিন্ন জেলায় আরো ৪ জন, লক্ষীপুর-১,জন, ফেনী-২, জন, রাঙ্গামাটি ১ জন।
চট্রগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি CVASU)তে ৭০ টি নমুনা পরীক্ষার ফলাফলে ২০ টি পজিটিভ আসে। চট্টগ্রাম জেলায় ২, জন, ফেনী জেলায় -২ জন, নোয়াখালী-১ জন, লক্ষীপুর জেলায় ১৫ জন, চট্টগ্রামের ২ টি পজিটিভের মধ্যে, পুলিশ লাইন-১ জন, ফিল্ড হাসপাতাল-১ জন,
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ৩৯ টি নমুনা পরীক্ষা করা হয় তার ফলাফলঃ ৫ টি পজিটিভ আসে। তার মধ্যে লোহাগাড়া উপজেলা-৪ জন, সাতকানিয়া-১ স্টেশন জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২২টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে চট্টগ্রামের ৫৪ টি পজিটিভ আসে। ৪৯ টি চট্টগ্রাম মহানগর এলাকায়, ৪ টি উপজেলায়। তার মধ্যে সন্ধীপ-১ জন, পটিয়া-২ জন, হাটহাজারী ১ জন,বিভিন্ন জেলাঃ কক্সবাজার -১ জন,বিঃদ্রঃ ১ টি নমুনা ২য় বার পজিটিভ আসে।