নিউজ ডেস্কঃ
রাজধানীতে দালাল চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাব, সরকারি হাসপাতাল থেকে সুকৌশলে রোগী বাগিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তির সাথে জড়িত দালালদের ধরতে অভিযান চালাচ্ছে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাব।আজ বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা রাজধানীর কলেজ গেট সংলগ্ন মুক্তিযোদ্ধ টাওয়ারে প্রাইম হাসপাতালে ওই অভিযানে গিয়েছে র্যাব-২ এর একটি দল। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৬ দালালকে আটক করা হয়েছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী গণমাধ্যমকে জানান, এই করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও ঢাকা রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালসহ আশ-পাশের সরকারি হাসপাতাল থেকে কৌশলে রোগী বাগিয়ে প্রাইম হাসপাতালসহ বেসরকারি হাসপাতালে ভর্তি করার অভিযোগ পাওয়া যাচ্ছিল। আজ অভিযান চলছে। এখন পর্যন্ত আমরা ৬ জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন এসপি মহিউদ্দিন ফারুকী।