কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙ্গামাটি কাপ্তাইয়ের ব্যাংছড়ি মারমা এলাকা হতদরিদ্র ও শ্রমজীবী ৫০ টি পরিবারের খাদ্য সহায়তা প্রদান।আজ (১৩মে) বুধবার বিকাল ৪টায় ত্রাণ বিতরণ করেন,কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা। এসময় উপস্থি ছিলেন ব্যাংছড়ি মারমা এলাকায় হেডম্যান সুইচিংমং মারমা এবংপিক ফার্ম সহযোগিতা মনচায় মারমা, এবং প্রধান উদ্যোগক্তা রাজিব চাকমা,পাহাড়ি উদ্যোগক্তা হার্ট এর অর্থায়নে খাদ্য বিতরণ করা হয়।এ সময় মনচায় মারমার নেতৃত্বের উপস্থিত ছিলেন ,আমান উল্লাহ মানিক, এলাকায় গণ্যমান্য ব্যাক্তি,কাপ্তাই উপজেলা মানবাধিকারের সভাপতি রিপন মারমা আরও অনেকে। কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যা বলেন,প্রাণঘাতি, করোনা ভাইরাস’
প্রতিরোধে যারা অসহায় গরীব শ্রমজীবী তাদেরকে আমার ব্যাক্তিগত উদ্যোগে এবং পিক ফার্ম সহযোগিতা আজকে ৫০টি পরিবারে ত্রাণ দিতে পেরেছি। আগামিতে করোনা ভাইরাস প্রাদুর্ভাব যদি না কমে কর্মহীনদের পাশে দাড়াবে বলে মন্তব্য করে তিনি। এদিকে পিক ফার্ম উদ্যোগক্তা সহকর্মী মনচায় মারমা বলেন মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাব দিন দিন বেড়ে চলেছে এই করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে হলে আমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রাখব এবং কেউ বিনা কারণে বাইরে যাবেন না আপনারা বাড়িতে নিরাপদে থাকুন।কেউ বাড়ি বাইরে অযথা যাবেন না বলে মন্তব্য করেন।