
পৃথিবীর মানুষের কাছে অন্যতম জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের জন্মদিন আজ ১৪ মে ১৯৮৪ সালে আমেরিকান একটি শহরে জন্মগ্রহণ করেন মার্ক জুকারবার্গ। মার্ক জাকারবার্গ, মার্ক জুকারবার্গ বা মার্ক যুকারবার্গ (ইংরেজি: Mark Elliot Zuckerberg; জন্ম: ১৪ মে, ১৯৮৪) একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার। তার পুরো নাম মার্ক এলিয়ট জাকারবার্গ। যার আসল পরিচিতি হল জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুক প্রতিষ্ঠাতা হিসেবে। তিনি বর্তমানে ফেইসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রেসিডেন্ট।
মার্ক জাকারবার্গ এবং তার কয়েকজন সহপাঠী মিলে ২০০৪ সালে এটিকে একটি ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেন এটি যখন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। মাত্র ২৬ বছর বয়সেই জাকারবার্গ টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বছরের সেরা ব্যক্তিত্বরূপে নির্বাচিত হয়েছিলেন। মার্ক জুকারবার্গের জন্ম পরিচিতি, জন্ম, মার্ক এলিয়েট জাকারবার্গ মে ১৪, ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন তার বর্তমান(বয়স ৩৬) বছর। তিনি হোয়াউট প্লাইন, নিউইয়র্ক স্থানে জন্মগ্রহণ করেন,জাতীয়তা,আমেরিকান যেখানের শিক্ষার্থী ছিলেন তিনি,
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (ছেড়ে দেন ২০০৪ সালে। তিনি পেশায় একজন প্রধান নির্বাহী কর্মকর্তা, ফেইসবুক এর (২০১০ সালের ২৪%শেয়ার হোল্ডারে)
ফেসবুকের ব্যবসা শুরু করেন তিনি। কার্যকাল ২০০৪ সালে, বর্তমান পরিচিতির কারণ,ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিওনিয়র,আদি নিবাস,ডবস ফেরি,নিউইয়র্ক তার বার্ষিক সম্পত্তি বা আয় ইউএস $৭৬.৯ বিলিয়ন (জুন ২০১৮) ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ধনীর তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ৭১০০ কোটি ডলার ২০১৯ সালের জরিপে। তার আত্মীয় বলতে, রান্ডি জাকারবার্গ নামে একটি (বোন) রয়েছে তার। পুরস্কার অর্জন করেছেন,বর্ষসেরা ব্যক্তিত্ব, ২০১০ টাইম ম্যাগাজিন, ২০১০ সালে টাইম ম্যাগাজিনের মাধ্যমে আলোচিত হয়ে যান মান জুকারবার্গ সেই থেকে পিছু ফিরে তাকাতে হয়নি তাকে।
১৯৮৪ সালে নিউইয়র্কের হোয়াইট প্লেইন এলাকাতে মনোচিকিৎসক ক্যারেন ও দন্তচিকিত্সক জাকারবার্গের ঘরে জন্ম হয়েছিল, মার্ক জাকারবার্গ এর। জাকারবার্গের এর তিন বোন রয়েছে, র্যান্ডি, ডোনা এবং এরিএল। জাকারবার্গ একজন ইহুদী হিসেবে বেড়ে উঠেছিলেন। কিন্তু বর্তমানে তিনি নিজেকে একজন নাস্তিক হিসেবেই বর্ণনা করেন। আর্ডসেলি হাই স্কুলে জাকারবার্গ গ্রিক এবং ল্যাটিন ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। তিনি ফিলিপস এক্সটার একাডেমীতে স্থানান্তরিত হন। সেখানে তিনি বিজ্ঞান এবং ক্লাসিক্যাল শিক্ষায় পুরস্কৃত হন। তিনি অসিক্রীড়া তারকা ছিলেন এবং অসিক্রীড়া দলের অধিনায়ক ছিলেন। কলেজে তিনি মহাকাব্যিক কবিতার লাইন থেকে আবৃত্তি করার জন্য পরিচিত ছিলেন।
মার্ক জুকারবার্গ ২০০৪ সালে হার্ভার্ডে পড়ার সময় বন্ধুদের সাথে মিলে প্রতিষ্ঠা করেন সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুক ডট কম নামের প্রতিষ্ঠানটি। ২০১০ সালে ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে মার্ক জাকারবার্গ বিশ্বের সর্বাধিক পঠিত সাপ্তাহিক টাইম ম্যাগাজিন কর্তৃক তাদের প্রচ্ছদে ঠাঁই করে নেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিন ঐ বছর তাকে পারসন অব দ্য ইয়ার হিসেবে মনোনীত করেছিল। এই হল মার্ক জুকারবার্গ যিনি ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠা করে সে প্রতিষ্ঠানকে একটি অ্যাপস এর মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই ব্যক্তি মার্ক জুকারবার্গ এর চেয়ে আরো অনেক বেশী জনপ্রিয় তার করা প্রতিষ্ঠান ফেসবুক বর্তমান বিশ্বে ফেসবুক চালায় না এমন মানুষ খুবই কম।