গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত আবুধাবী ইউএই কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও মোছাফ্ফাহ শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের মাতা সমাজসেবিকা আলহাজ্ব ছেনোয়ারা বেগমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার। গাউসিয়া কমিটি ইউ এ ই কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব, সাধারণ সম্পাদক্ব জানে আলম, মোছাফ্ফাহ শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী জামাল,
আবুধাবি রাজধানী শাখার সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন, দুবাই ইন্টারন্যাশনাল সিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুর শোক প্রকাশ করেন এবং শোকাভিভূত পরিবার পরিজনদের সমবেদনা জানান। উল্লেখ্য যে ছেনোয়ারা বেগম আওলাদে রাসুল (দঃ) গাউসে জামান, হযরত সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) একনিষ্ঠ মুরিদ ছিলেন এবং ১৯৮৮ সাল পযর্ন্ত তাঁর গৃহে প্রতিমাসে মাসিক পবিত্র খতমে বারভী শরীফ মাহফিল পরিচালিত হয়ে আসছে।