
নিউজ ডেস্কঃ
বিশ্বব্যাপী মহামারী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, যিনি ১ জন চিকিৎসকের বাবা ছিলেন।গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ভাইরাস ইউনিটে তার মৃত্যু হয়েছে বলে সেখানকার সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বলেন।চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী এলাকার বাসিন্দা ৭০ বছর বয়সী এক বৃদ্ধ আগে থেকেই ডায়াবেটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। গত ১০ মে তার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল।
ডা. রব জনান, “ মৃত্যু হওয়ার পর ওই বৃদ্ধের সন্তান ১ জন চিকিৎসক। তিনিও আমাদের সাথে অনেক চেষ্টা করেছেন তার বাবাকে বাঁচাতে। বয়স বেশি হওয়ায় এবং ডায়াবেটিস ও শেষ দিকে নিউমোনিয়া বেশি আক্রান্ত করায় উনাকে বাঁচানো কঠিন হয়ে পড়ে।” এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সবমোট ৩১ জন। তাদের মধ্যে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল ৯ জনের।