নিউজ ডেস্কঃ
আজ শুক্রবার (১৫ মে) সন্ধ্যা থেকেও এমন খবর ছড়িয়েছে চারদিকে। বিষয়টি নিয়ে বিভ্রতকর অবস্থায় গুণী এই অভিনেতার পরিবারের সদস্যরা। বিগত বছর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এ টি এম শামসুজ্জামানের মৃত্যু নিয়ে সোশাল মিডিয়ায় মিথ্যে খবর ছড়িয়েছে। আজ শুক্রবার রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এ টি এম শামসুজ্জামানের মেয়ে কোয়েল। তিনি জানান, বাবার মৃত্যু খবর নিয়ে গুজব নতুন নয়। আজকে সন্ধ্যা থেকেই বেশকিছু ফোন পেয়েছি!
বাবার মৃত্যুর গুজব শুনে আবারও চমকে গিয়েছি! নিজের বাবার মৃত্যু নিয়ে গুজব আর কতো সহ্য করা যায়! সোশ্যাল মিডিয়ায় এই বছরে অনেকবার আমার বাবার মৃত্যুর খবর পেয়েছি তা সবই হচ্ছে গুজব তিনি জানান, এমনিতেই রোজা রমজানের দিন, তারউপর বর্তমানে দেশ ও মানুষের যা অবস্থা এমন পরিস্থিতিতেও যারা একজন জীবিত মানুষকে নিয়ে গুজব ছড়ায়, তারা কারা? তাদের মানসিকতাই বা কেমন? তাদের উদ্দেশ্য কি? কোয়েল আরো বলেন, ‘এরকম খবর শুনলে আমাদের পরিবারে যে কী ধরনের সিচুয়েশন তৈরী হয়,
এটা যদি যারা গুজব ছড়ায় তারা একটিবার বুঝতো! সবাই দোয়া করেন যেন আমার বাবাকে আল্লাহ হায়াত দারাজ করেন, আর যারা গুজব সৃষ্টি করেন তাদের হেদায়েত দান করুক।’ এদিকে এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে ভাল বলেও জানা যায় তাঁর মেয়ের কাজ থেকে। যে কোনো সংবাদ শেয়ার করার আগে সত্যতা যাচাইয়ের অনুরোধও করেন কোয়েল আহমেদ। এবং তিনি সবাইকে এসমস্ত গুজবের নিউজ শেয়ার না করার জন্য আহ্বান জানান সবাইকে।