মাসব্যাপী দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চলমান রেখেছে চকবাজার থানা ছাত্রলীগ। শিক্ষা উপ মন্ত্রী ব্যারিষ্টার মুহিবল হাসান নওফেলের নির্দেশে চকবাজার থানা ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রাজুর এর উদ্যোগে রমজানের শুরু থেকেই এই ইফতার বিতরণ কার্যক্রম চলে আসছে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে কর্মহীন ও অসহায় মানুষদের পাশাপাশি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে রাজু। এসময় নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়।
সম্বলিত লিফলেটও সকলের বাসাবাড়িতে দেখা হয়। আজকে একদিনে ৫০০ পরিবারের মাঝে রান্না করা ইফতার বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন ১৬ নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ গোলাম হায়দার মিন্টু, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক আনসার আলী, মহানগর আওয়ামী লীগ নেতা রাসেল ভূইয়া, চকবাজার থানা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাকিল আজম, সাবেক ছাত্র নেতা ও চট্টগ্রাম বেসরকারী কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, কাউন্সিলর পদপার্থী রূমকি সেন গুপ্তা, চকবাজার থানা ওসি তদন্ত রিয়াজ চৌধুরী, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন,
মহানগর ছাত্রলীগ নেতা অভিক দাশ গুপ্ত, ছোটন মিত্রা মিঠুন চক্রবতী, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা জসীম উদ্দিন সুমন, চকবাজার থানা ছাত্রলীগ নেতা, ইমন রিয়াজ, জিয়া প্রমুখ। এব্যাপারে, রবিউল ইসলাম রাজু জানান, প্রথম রমজান থেকে ইফতার সামগ্রী বিতরন করছে চকবাজার থানা ছাত্রলীগ। আমাদের সাংগঠনিক নেত্রী দেশরত্ন শেখ হাসিনার অণুপ্রেণায় করোনার এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ। এই ইফতার সামগ্রী বিতরণ রমজানের শেষ দিন পর্যন্ত থাকবে বলেও জানান চকবাজার থানা ছাত্রলীগের এই নেতা।