ছাতক প্রতিনিধি:
মহামারী করোনাভাইরাসের কারণে ঘরে অবস্থানরত কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন, ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও মুরঝাইপাড়ার বাসিন্ধা যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদীনের অর্থায়নে খাদ্য সংকটে থাকা শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরন করা হয়েছে। শুক্রবার (১৫ই মে) উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নে শতাধিক পরিবারের মধ্যে ২ কেজি ডাল, ১ কেজি ছোলা, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও ১লিটার করে বুজ্য তেল, ১কেজি খাজুর, ১কেজি গুর বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুল কাদির, আব্দুল মজিদ, সাংবাদিক হাসান আহমদ, সামির আলীসহ প্রমুখ।বিতরণকালে আব্দুল কাদির প্রতিনিধি কে যানান, বিশ্বব্যাপি মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে কর্মহীন গরীব খেটে খাওয়া হতদরিদ্র পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী গুলো মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের ঘরে ঘরে পৌছে দিয়েছি।