নিউজ ডেস্কঃ
প্রাণঘাতী বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে দেশে কয়েক দিন ধরে সংবাদকর্মীরাই বেশি আক্রান্ত হচ্ছে বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহ করতে যেতে হয় সংবাদকর্মীদের ফলে খুব বেশি ঝুঁকিতে আছে সংবাদকর্মীরা এবার চট্টগ্রামে। বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টিভি এর চট্টগ্রাম ব্যুরো অফিসে কর্মরত সাংবাদিক আহসান রিটন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার (১৬ মে) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়েছে। আহসান রিটন ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান অনুপম পার্থ গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন, ১০ মে থেকে নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে ছিলেন আহসান রিটন। গতকাল শুক্রবার তার নমুনা পরীক্ষার জন্য চমেকের ল্যাবে পাঠানো হয়। পরে আজ শনিবার রাতে নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায় তার। তিনি জানান, আহসান রিটনের বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল। জ্বর থাকলেও অন্য উপসর্গ নেই। তার চিকিৎসা নিয়ে করণীয় নির্ধারণে আমরা পরিবারের সঙ্গে কথা বলছি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সব ধরণের সহায়তা দেয়া হচ্ছে। কর্তৃপক্ষ তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।