নিউজ ডেস্কঃ
প্রাণঘাতী মহামারী,করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। দেশে এ নিয়ে করোনাভাইরাসটিতে সবমোট ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সাথে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৪ ঘন্টায় আরও ১,৬০২ জন। এটিও একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এতে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ হাজার ৮৭০ জনে।আজ সোমবার (১৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্তে আরও ৯ হাজার ৯৩৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৭৮৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লক্ষ ৮৫ হাজার ১৯৬টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ৬০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে সবমোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৮৭০ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ২১ জন। এদের ১৭ জন পুরুষ, ৪ জন নারী। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪৯ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন আরও ২১২ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫৮৫ জন।
নতুন করে যাদের মৃত্যু হয়েছে তাদের ১৭ জন পুরুষ, ৪ জন নারী। ২ জন ত্রিশোর্ধ্ব, ৬ জন চল্লিশোর্ধ্ব, ৮ জন পঞ্চাশোর্ধ্ব এবং ৫ জন ষাটোর্ধ্ব। এদের মধ্যে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয় ২ জনকে, হাসপাতালে মৃত্যু হয় ১৫ জন এবং বাসায় মৃত্যু হয়েছে ৪ জনের। এদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের ৭ জন , সিলেট বিভাগের ১ জন এবং রাজশাহী বিভাগের ১ জন রয়েছেন। ঢাকা বিভাগের মধ্যে রাজধানীর ৬ জন, ঢাকা জেলার ২ জন, গোপালগঞ্জের ১ জন, মুন্সিগঞ্জের ১ জন, টাঙ্গাইলের ১ জন, মানিকগঞ্জের ১ জন রয়েছে। আর চট্টগ্রাম বিভাগের মধ্যে জেলার ২ জন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ জন, ফেনীর ২ জন, নোয়াখালীর ১ জন, কুমিল্লার ১ জন রয়েছেন। এছাড়া অন্য ২ বিভাগের মধ্যে সিলেটের ১ জন এবং বগুড়ার ১ জন রয়েছেন।