
বলতে গেলে আমরা অনেক ভাগ্যবান। কীভাবে এইবার বলি আমরা বড় হয়েছি দুই পরিবেশের
মধ্যে। প্রথমে ছিলাম আমরা এ্যানালগ পরিবেশে তখন এর আবেগ গুলো ছিলো অসধারণ। সবগুলো স্মৃতি হয়ে আছে এই ডিজিটাল পরিবেশে। কিন্তু ডিজিটাল পরিবেশ আমাদের করেছে উন্নত ও সহজে সবকিছু জানার অধিকারী। কিন্তু কেড়ে নিয়েছে সেই এ্যানালগ পরিবেশের স্মৃতিচারণ গুলো। এখন প্রশ্ন হলো আমরাতো দুই পরিবেশে বড় হয়েছি তাই সবকিছুর মুল্যে বুঝছি, কিন্তু আমাদের পরের প্রজন্ম তারাতো শুরু থেকে বড় হচ্ছে ডিজিটাল পরিবেশের মধ্যে তারা কি কখনো বুঝবে এ্যানালগ পরিবেশের ঐ আবেগের মুল্যে ঐ স্মৃতিচারণের মুল্যে?
নতুন প্রজন্ম কি কখনো বুঝবে চিঠি পাঠিয়ে চিঠির উত্তরের জন্য অপেক্ষার আবেগটি?
নতুন প্রজন্ম কি কখনো বুঝবে তখন শুধুমাত্র একটি চ্যানেল দেখছিলাম আমরা বাংলাদেশ টেলিভিশন ঐখানে আমাদের বিনোদন তৃপ্তি মিটতো, ঐ তৃপ্তির আবেগ কখনো বুঝবে তারা?
আমরা মানুষকে সালমান শাহ এর সত্যের মৃত্যু নেই এবং রাজ্জাকের বাবা কেনো চাকর সিনেমা দেখে কাদতেঁ দেখেছি কিন্তু মোটু পাটলু বা ডলিমন দেখা নতুন প্রজন্ম কি ঐ চোখের পানির আবেগের মুল্যে বুঝবে?
শুক্রবার বিকেল মানে বাংলা সিনেমা আর সন্ধ্যায় আলিফ লায়লা, মঙ্গলবারে ম্যাকগাইভার ও বৃহস্পতিবারে হাতেমতাই দেখতাম আমরা,এই অনুষ্ঠানমালা দেখার জন্য বিটিভির সামনে সবাই বসে থাকতাম আহ কি সুন্দর দিন ছিলো তখন ঐ আবেগের মুল্যে মোটু পাতলু ও ডলিমন দেখা নতুন প্রজন্ম কি বুঝবে?
আল ওমায়ের (সাকিব)
লেখক,ব্লগার,অনলাইন এক্টিভিস্ট।
Fb I’d=www.Facebook.com/al.omayer.sakib
Email=alomayer4@Gmail.com