কালীগঞ্জ প্রতিনিধি:
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় এই প্রতিপাদ্য কে সামনে রেখে সমাজ উন্নয়ন সংঘের উদ্যেগে কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে প্রতিবন্ধী যুগলের বিবাহ সম্পুর্ন হয়েছে।
বাইরে রঙিন কাপড়ের তৈরি তোরণ। ফুল দিয়ে সাজানো গাড়ি। ভেতরে উচ্চ শব্দে বাজছে গান। চলছে মিষ্টি বিতরণ, ফটোসেশন। সঙ্গে ভরপুর খানাপিনা। হই-হুল্লোড়, নাচানাচি। দুজন শারীরিক প্রতিবন্ধী তরুণীর বিয়ে জামিরবাড়ী সমাজ উন্নয়ন সংঘ ও স্থানীয়দের সহযোগীতায় শুক্রবার ৫ অক্টোবর সু-সম্পূর্ন হয়েছে।
কালীগঞ্জ উপজেলার ভোটমারী জামবাড়ী এলাকার সেকেন্দার আলীর বাড়ীতে ওই বিয়ের আয়োজন করা হয়। প্রতিবন্ধী কনের জাহানারা খাতুন (২৫)ও প্রতিবন্ধী বর আমিনুর রহমান (৩০)। বিয়ের অনুষ্ঠানে ছিলেন ভোটমারী ইউপি চেয়ারম্যান আহাদুল হোসেন চৌধুরীসহ ২০০ অতিথি।
জানা যায়, শারীরিক প্রতিবন্ধী বর মোঃ আমিনুর রহমান শ্রুতিধর এলাকার জছির উদ্দিনের ছেলে ও জামিরবাড়ী এলাকার সেকেন্দার আলীর প্রতিবন্ধী কন্যা জাহানারা বেগম এর বিয়ে জামিরবাড়ী সমাজ উন্নয়ন সংঘ ও স্থানীয়দের সহযোগীতায় যৌতুক বিহীন ৫০ হাজার ১ টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ কাজ সু-সম্পূর্ন করেন।
মোহাইমেনুল ইসলাম,
কালীগঞ্জ প্রতিনিধি: