আন্তর্জাতিক ডেস্কঃ
মহামারি প্রণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এখনও পর্যন্ত ১০৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭০০ বাংলাদেশি। সৌদি আরব কর্তৃপক্ষের তরফ থেকে সেখানে বাংলাদেশ দূতাবাসকে এ বিষয়টি জানানো হয়েছে। দূতাবাসের কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের বরাত দিয়ে এ খবর জানিয়েছেন বিবিসি।ওই কর্মকর্তা আক্রান্ত ও মৃত বাংলাদেশিদের এ তথ্য জানিয়ে বলেন, সর্বশেষ প্রায় ১ মাস আগে সৌদি আরবে কর্তৃপক্ষের কাছ থেকে করোনাভাইরাসে মৃত ও আক্রান্ত বাংলাদেশিদের তথ্য পেয়েছিলেন। তবে সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশি মারা যান গত ২৪ মার্চ।
সেখানে বাংলাদেশিদের সংক্রমণের কারণ হিসেবে ক্যাম্প বা ডরমেটরিতে গাদাগাদি করে থাকার বিষয়টি দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরব কর্তৃপক্ষ করোনায় আক্রান্ত ও মৃত বাংলাদেশির যে সংখ্যা জানিয়েছেন, প্রকৃতপক্ষে এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট কর্মকর্তারা।আজ সোমবারের, সবশেষ হিসাব অনুসারে, সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৪৪৫ জন মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩২০ জন। সৌদির বাইরে মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশ এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে থাকা বাংলাদেশিরা করোনায় আক্রান্ত হয়ে চলেছেন। যদিও স্ব স্ব অবস্থানস্থলে অনেকের চিকিৎসাও চলছে।