ছাতক প্রতিনিধি:
ছাতকে সাংবাদিক সুজন তালুকদারের পিতা আপ্তাব আলী তালুকদার (৮০) গুরুতর অসুস্থ। সিলেটের বেসরকারী হাসপাতালে ভর্তি,পরিবারের পক্ষ থেকে দেশবাসীর সকলের কাছে দোয়া কামনা করেছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী ছাতকের সুজন তালুকদার।বয়োবৃদ্ধ আপ্তাব আলী তালুকদার উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও সিংচাপইড় ইউপির সৈদেরগাঁও গ্রামের মৃত তমরুজ আলীর পুত্র। তিনি দীর্ঘদিন যাবত বয়োবৃদ্ধ হওয়ার ফলে রোগাক্রান্ত হয়ে পড়েছেন।
অদ্য উনার শারিরীক অবস্থা আরো অবনতি হওয়ায় সোমবার সকালে তাকে সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তিনি বর্তমানে হাসপাতালের ২য় তলার ২’শ ১৫ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।এদিকে এক বিজ্ঞপ্তিতে উনার পুত্র সাংবাদিক ও মানবাধিকার কর্মী উজ্জীবক সুজন তালুকদার তার অসুস্থ পিতার সুস্ততা কামনায় নিজ ইউনিয়নসহ সমগ্র উপজেলা বাসী ও দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।