
গলাচিপা (পটুয়াখালী)
ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে গলাচিপা উপজেলা প্রশাসন। জন সাধারণকে সতর্ক করতে সোমবার রাত থেকেই মাইকিং করা হচ্ছে। জানা গেছে, মঙ্গলবার সারাদিন গলাচিপায় গুমোট আবহাওয়া বিরাজ করছে। মঙ্গলবার দিবাগত রাতে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব শুরু হতে পারে। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি ও প্রানহানী রক্ষায় গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১১৭টি সাইক্লোন শেল্টার ও ১৩টি টিম মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। এছাড়া গলাচিপা উপজেলা প্রশাসন থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি) গলাচিপা উপজেলা টিম লিডার আবু হেনা মোঃ শোয়েব জানান, উপজেলায় ১৩৫টি টিমে ২০২৫ জন স্বেচ্ছাসেবক কাজ করছে। মঙ্গলবার থেকে স্বেচ্ছাসেবীরা বিচ্ছিন্ন চর ও ঝুকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজ করছে।গলাচিপা পৌরসভা মেয়র আহসানুল হক তুহিন জানান, বেড়িবাঁধের বাইরে অবস্থানরত হাজার তিনেক লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় আম্ফান কারণে গলাচিপা পৌরসভায় ১টি ও ১২টি ইউনিয়নে ১২টি এবং রাঙ্গাবালী উপজেলায় ৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন জানান, সিপিপি, রেড ক্রিসেন্ট, মেডিক্যাল টিম, বিভিন্ন এনজিও ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের কাজ করছে।