সাইফুদ্দিন রমিজঃ
করোনাভাইরাসের ছুবলে পাল্টে গেছে গোটা পৃথিবীর স্বাভাবিক চিত্র। বন্ধ হয়ে গেছে সরকারি-বেসরকারি অফিস-আদালত, স্কুল-কলেজ, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, বিমান চলাচল ও গণপরিবহনসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান।লাশের মিছিলে যোগ হচ্ছেন হাজার হাজার মানুষ। প্রতিনিয়ত আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বেড়ে চলছে, তেমনি কর্মহীন হয়ে হতাশাগ্রস্ত জীবন-যাপন করছে ঘরবন্দী কোটি কোটি মানুষ। বাংলাদেশে প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঘটেছে। মৃত্যুর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে, আক্রান্ত হয়েছেন।
অনেকেই করোনার প্রার্দুভাব ঠেকাতে সরকারের পক্ষ থেকে সারাদেশকে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম শহরের কর্মহীন মানুষের মাঝে ইফতার, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ ১৯ মে বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় সমূহের ছিন্নমূল ও খেটে-খাওয়া রোজাদার দের মাঝে ইফতার,মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন। কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
ফলে দিনমজুর ও মেহনতি মানুষের কষ্ট আরও বেড়ে যাচ্ছে। তাই তাদের কষ্ট লাঘবের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। করোনা মোকাবিলায় ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিদিন ইফতার সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে। যতদিন পর্যন্ত দেশের অবস্থার উন্নতি না হবে ততদিন ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থাকবে বলে জানান কেন্দ্রীয় ছাত্রলীগের এই নেতা। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা ইমরান হোসেন জনি, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা মোঃ মারুফ, মোঃ ওমর ফারুক, ৫ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মুন্না প্রমূখ।