
আন্তর্জাতিক ডেস্কঃ
ঘুন্নি ঝড় আম্ফান ভয়াবহ আকারে রূপ নিয়ে অবশেষে আঘাত হানলো ভারতের পশ্চিমবঙ্গে, ভয়াল গতিতে সুন্দরবনেই আছড়ে পড়ল ঘূর্ণিঝড় আম্ফান (প্রকৃত উচ্চারণ উম পুন)। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই অতি মারাত্মক ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে বলে জানিয়েছেন দিল্লির মৌসম ভবন। সেই সময় ঘূর্ণিঝড়ের ঘূর্ণনের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৫৫-১৬৫ কিলোমিটার।
সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার ছিল। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কলকাতায় সেই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৩৩ কিলোমিটার। এর জেরে লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা-সহ দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের অবস্থাও ভয়াবহ। হাজার হাজার কাঁচাবাড়ি এবং গাছপালা ভাঙার খবর পাওয়া গেছে এই সব জেলা থেকে। তবে বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এর অনেক গুণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ঘূর্ণিঝড়টির স্থলভূমিতে ঢুকে পড়ার প্রক্রিয়া শুরু হয়।দিল্লির মৌসম ভবন জানিয়েছেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৬’টা দিকে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলে আছড়ে পড়ে আম্ফান। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কেন্দ্র অর্থাৎ চোখ (আই) বিকেল সাড়ে ৫ টা নাগাদ অর্ধেকটা ঢুকে পড়ে স্থলভাগে। সাড়ে ৬ টার মধ্যে পুরো ‘চোখ’ই সুন্দরবন এলাকায় ঢুকে পড়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।