বাংলাদেশ জাতীয়তা বাদী যুবদল কমলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২১ মে) বেলা ২ টায় উপজেলার ভানুগাছ বাজারের মকবুল আলী মার্কেটের হল রুম থেকে শতাধিক হকার, প্রতিবন্ধী, হতদরিদ্র ও বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রী হিসেবে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, দুধ, লাচ্ছি সেমাই, লবন, পিয়াজ, চিনি, আলু, সাবান, নুডলস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে, হকার, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মধ্যে,
মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হুসেন উজ্জল এর সহযোগীতায় ও সার্বিক তত্ত্বাবধানে এসব খাদ্য সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ছাএদলের সাবেক আহবায়ক জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর, শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাত পারভেজ চৌধুরী মনি, সদস্য আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ উপজেলা জাসাসের সম্পাদক আব্দুল মোহিত চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মামুনুর রহমান মামুন, কয়েস আহমেদ, আব্দুল হক রুবেল, মো. রুমন আলী, খালেদুর রহমান, রুবেল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।