মোসলেম উদ্দিন(ইমন)
চট্টগ্রাম নগরীতে বড় বড় শপিং মল গুলো বন্ধ থাকায় মানুষ হকারদের কাছ থেকে শেষ মুহূর্তের কেনাকাটা সেরে ফেলছেন অনেকে।অন্যদিকে শপিংমলের জুয়েলারি দোকান খোলা না থাকায় হকারের কাছ থেকে কসমেটিক কিনে নিচ্ছেন মহিলারা মেয়েদের পছন্দের কেনাকাটা করতে না পারায় এবারের ঈদটা তাদের জন্য নাকি ঈদ আসে নাই।এদিকে কাপড়-চোপড়ের পাশাপাশি বিভিন্ন ফলমূল শাক সবজির দোকানেও উপচে পড়া ভিড় জমেছে ক্রেতাদের আগামীকাল সকাল ঈদ তাই সবাই তাদের প্রয়োজনীয় কেনাকাটা করছেন যে যেখান থেকে পারে। অন্যদিকে দোকানপাট খোলা রাখার সময় বিকেল পাঁচটা পর্যন্ত তাই পুলিশ এসে ক্রেতা-বিক্রেতা দুজনকে তাড়া করছে তাই সবাই যে যেখান থেকে পারে বিকেল পাঁচটার মধ্যেই কেনাকাটার কাজটা সেরে ফেলেছেন।