
নিউজ ডেস্কঃ
রাজধানীর দারুস সালাম থানার কল্যাণপুর এলাকায় দুটি প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ জন। আজ রবিবার (২৪ মে) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি। নিহত ৩ জনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহফুজা আফরোজ লাকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কল্যাণপুর খালেক পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তায় পূর্ব পাশে একটি প্রাইভেটকার বিকল হয়ে যায়। তখন ওই প্রাইভেটকারের চালকসহ ২ জন পথচারীর সহায়তায় গাড়িটি সরিয়ে নেয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ফাঁকা সড়কে দ্রুতগামী অপর একটি প্রাইভেটকার সজোরে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই পথচারী ২ জন সহায়তাকারীসহ বিকল প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহত চালকের বয়স ৩০, অন্য ২ জনের মধ্যে ১ জনের বয়স ১৫ ও অপরজনের ২৪। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম ঠিকানা জানা যায়নি বলে জানান তিনি। এডিসি লাকী জানান, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পেছন থেকে ধাক্কা দেয়া ঘাতক প্রাইভেটকারের চালকসহ আহত ২ জন যাত্রীকে পুলিশ হেফাজতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ওই চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।