নিউজ ডেস্কঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রহমত (৪৫) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার চন্ডিপুর সাঁওতাল পাড়া এলাকার আলিম ওরফে শামসুল হকের ছেলে। গতকাল সোমবার ২৫ মে রাতে উপজেলার রাজধানী মোড় এলাকার একটি মুরগি খামার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে তাকে কোর্টে হাজির করে পরে বিচারক তাকে জেল হাজতে পাঠিয়ে দেন। দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।