
আন্তর্জাতিক ডেস্কঃ
লিবিয়ায় ২৬ জন বাংলাদেশিসহ ৩০ অভিবাসী শ্রমিককে গুলি করে হত্যা করেছে মানবপাচারকারী চক্রের পরিবারের সদস্যরা। বাকি ৪ জন আফ্রিকান। আজ বৃহস্পতিবার (২৮ মে) লিবিয়ার সংবাদমাধ্যমে এ খবর জানিয়েছেন, এ ঘটনায় আরো ১১ জন আহত হয়েছেন বলে জানা যায়।
অভিবাসী শ্রমিকদের হাতে মানবপাচারকারী চক্রের সদস্য খুন হওয়ার পাল্টা আক্রমণে এই প্রাণহানি ঘটেছে বলেও জানাচ্ছে দেশটি সংবাদমাধ্যম।