মাদারীপুর প্রতিনিধিঃ
পুর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের হাওলাদার মটর্স এর মালিক নুরআলম হাওলাদার কে কুপিয়ে হত্যার চেস্টা করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শহরে পাবলিক লাইব্রেরী সংলগ্ন হাওলাদার মটর্সের দোকানে এ ঘটনা ঘটে। নুর আলম হাওলাদার একই এলাকার আলালউদ্দিন হাওলাদারের ছেলে। নুরআলম হাওলাদারের পরিবার জানায়, এলাকায় পুর্বশুত্রুতার জেরে আার আগেও তাকে হত্যার চেস্টা করা হয়েছিল। কিন্ত দোকানে আজ একা পেয়ে দোকানে ঢুকে কয়েকজন মওলা চোকিদার ও তার ছেলে রাসেল চোকিদারসহ কয়েকজন সন্ত্রাসী এলোপাথাড়ি ভাবে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্বক ভাবে জখম করেছে।এরপর তাকে মুমুর্ষ অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়।
পরে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এই ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
আরও জানা যায়, গত ৩/৪ মাস আগে মাদারীপুর সদর উপজেলার হাজিরহাওলা তিন নম্বর ব্রিজ এলাকায় হাওলাদার ও চোকিদার বংশের মাঝে সংঘর্ষ হয়। সেসময় কয়েকজন কে কুপিয়ে আহত করা হয়। যা নিয়ে এর আগেও মামলা ও হয়েছিল। তারই জের ধরে আজ এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
হাজিরহাওলা এলাকার ইউপি সদস্য নজরুল হাওলাদার জানান, এই এলাকায় অনেক আগের থেকেই হাওলাদার ও চোকিদারদের মাঝে পুর্বশুত্রুতার জেরেই বিভিন্ন সময় সংঘর্ষ হয়ে আসছে গত কয়েক মাস আগে হাওলাদাররা চোকিদারদের রমজান নামে একজনকে কুপিয়েছিল তার জেরেই মাঝে মাঝে এই ঘটনা ঘটে এবং আজও এই ঘটনা ঘটেছে।মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা (সদর সার্কেল) জানান, পুর্বশুত্রুতার জেরে আজ নুরআলমকে একা পেয়ে তাকে কুপিয়েছে এরপর আমরা এলাকায় পুলিশ মোতায়েন করেছি তার মধ্যেও তারা পাশের জমিতে নেমে বিকালে আবার সংঘর্ষে জড়িয়েছে। এই এলাকায় এর আগেও মামলা রয়েছে। আমরা তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করবো।