আন্তর্জাতিক ডেস্কঃ
প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস অনেক দেশেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। জেনে নিন কোন কোন দেশে করোনা ভাইরাস আক্রান্তের শীর্ষে আছে।এ যেন পিছিয়ে যাওয়ায় এগিয়ে যাওয়া। বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যার নিরিখে নবম স্থানে উঠে এল ভারতের নাম, ভারত বিশ্বের নয় নাম্বারে স্থান করে নিয়েছে বিশ্বের তালিকায় ভারতের পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক লক্ষ ৬৫ হাজার ৮২৯ জন তবে দেশটিতে সুস্থ হয়ে ওঠা লোকের সংখ্যা কম নয় করোনাভাইরাস আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭১ হাজার ১০৬ জন ভারতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৭১৩ জন মানুষ।
তালিকায় প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।গত বুধবার (২৭ মে) সেখানে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা এক লক্ষ পেরিয়েছে। এখন দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৬৮ হাজার ৪৬১ জন,এ আক্রান্তের সংখ্যা নিয়ে পৃথিবীর এক নম্বর স্থানে আছেন মার্কিন যুক্তরাষ্ট্র। তবে দেশটিতে পর্যন্ত সুস্থ হয়েছেন, ৪ লক্ষ ৯৮ হাজার ৭২৫ জন, মার্কিন যুক্তরাষ্ট্র শুধু আক্রান্তের দিয়ে নয় মৃত্যুর দিক দিয়েও বিশ্বের এক নম্বরে দেশটিতে পর্যন্ত মৃত্যুবরণ করেছেন, এক লক্ষ ৩ হাজার ৩৩০ জন।করোনাভাইরাস দ্বিতীয় স্থানে রয়েছেন রাশিয়া।
অন্যদিকে একসময়ে ইউরোপের এপিসেন্টার ইতালির স্থান ষষ্ঠ। তার পরেই ক্রমানুযায়ী ফ্রান্স, জার্মানি ও ভারতের স্থান। দশম স্থানে টুর্কি। গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ৭,৪৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে ভারতে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১,৬৫,৭৯৯।অন্যদিকে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম যে দেশে শুরু হয়েছিল, সেই চিন এখন এই তালিকায় ১৫ তম স্থানে। ভারতসহ ১৪টি দেশে এখন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা চীনের থেকেও বেশি।