নিউজ ডেস্কঃ
এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ড পাসের হারে এবার ‘কিছুটা’ উঠে দাঁড়িয়েছেন। সেই সঙ্গে বেড়েছে জিপিএ-৫। এ বছর বিজ্ঞানে পাসের হার ৯২.২৩% যা গত বছরের তুলনায় সামান্য বেশী৷ মানবিকে পাসের হার ৭৫.৮৪% যা গত বছরের তুলনায় ১০.০৫ শতাংশ বেশী এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৮৮.৬৭% যা গত বছরের তুলনায় ৭.৮২ শতাংশ বেশী।অন্যদিকে বিজ্ঞানে জিপিএ ৫ বেড়েছে ১ হাজার ১৪৫ টি। বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ৯৯ জন। এই বছর ব্যবসায় শিক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৮৪৮ জন যা গত বছরের তুলনায় দ্বিগুনেরও বেশী এবং মানবিকে জিপিএ ৫ পেয়েছে ৬০ জন।
এ বছর চট্টগ্রামে ১৯৬ টি কেন্দ্রে ১ হাজার ৪৩ টি স্কুলের মােট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ৪৪ হাজার ৯৬ জন। তার মধ্যে উপস্থিত পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ৪৩ হাজার ৮২৩ জন এবং তন্মধ্যে পাস করেছে ১ লক্ষ ২১ হাজার ৮৮৮ জন।এদের মধ্যে ছাত্র ৫৫ হাজার ৮৩৯ জন এবং ছাত্রী ৬৬ হাজার ৪৯ জন। পাসের হার ৮৪.৭৫% যা গত বছরের তুলনায় ৩.৩৪ শতাংশ বেশী। ছাত্র পাসের হার ৮৪.৯৩% যা গত বছরের তুলনায় ৬.৫০ শতাংশ বেশী এবং ছাত্রী পাসের হার ৮৪.৬০% যা গত বছরের তুলনায় ৬.৭৭ শতাংশ বেশী।
এবার জিপিএ ৫ পেয়েছে সর্বমােট ৯ হাজার ৮ জন। যা গত বছরের তুলনায় ১ হাজার ৬১৫ টি বেশী। তন্মধ্যে ছাত্র ৪ হাজার ২৪৫ জন যা গত বছরের তুলনায় ৫৯৩ জন বেশী এবং ছাত্রী ৪হাজার ৭৬৩ জন যা গত বছরের তুলনায় ১ হাজার ২২ জন বেশী।চট্টগ্রাম বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, এই বছর এস এস সি পরীক্ষায় পরীক্ষার্থীরা বিগত বছরগুলাের তুলনায় অভাবনীয় সাফল্য দেখিয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ জানান, সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ এবং এই বছর উত্তর পত্র মূল্যায়নে বোর্ডের কঠোর নজরদারি ছিল। সেই সঙ্গে উত্তর পত্র নিরীক্ষণের সঠিকভাবে সম্পন্ন করার উপর অধিক জোর দেওয়া হয়েছে।