কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে পুর্বে বিধবার জমি দখল করে নির্মিত রাস্তা পুনরায় সংষ্কার করতে নামলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
রোববার ৩১ মে সকাল ছয়টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের উজিরপুর-বাল্লারপার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে আব্দুল মছব্বির (৫০) সাব্বির আলী (৫০) গিয়াস উদ্দিন (৬০) সমীর মিয়া (৫৯) সহ মোট ৬জন আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আব্দুল মছব্বির ও গিয়াসউদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ী পাঠিয়ে দেওয়া হয়।
গিয়াস উদ্দিনের অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।স্থানীয়রা জানান, উজিরপুর এলাকার বিধবা বেনজির বেগমের জমি অবৈধভাবে দখল করে সম্প্রতি রাস্তা তৈরি করে বাল্লারপার গ্রামের কতিপয় লোক। আজ সকালে তারা পুনরায় রাস্তা সংস্কারের জন্য নামলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।তারা আরো জানান, পূর্বে উভয়পক্ষ থানায় অভিযোগ করলে রাস্তা নির্মাণ ও জমিতে না নামতে প্রশাসন থেকে উভয়পক্ষকে বলা হলে রাস্তা নির্মাণ ও জমিতে চাষাবাদ বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের বাধা উপেক্ষা করে রোববার সকালে বাল্লারপারের কিছু লোক ফের রাস্তা নির্মাণে নামে। এসময় উজিরপুর এলাকার শহিদ মিয়া বিধবার পক্ষ নিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদ করলে তাকে মারধর করে তারা। এতে উজিরপুরস্ত বিধবা বেনজির বেগমের প্রতিবেশীরা শহিদ মিয়াকে নির্যাতনের প্রতিবাদ করলে জবরদখলকারী বাললারপারের লোকেদের সাথে উজিড়পুরবাসীদের সংঘর্ষে সৃষ্টি হয়। পরে খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্তলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নাম না বলা শর্তে স্থানীয় একজন এ প্রতিনিধিকে বলেন, ঘটনা যাইহোক, বিধবার জমি পুনরুদ্ধার হওয়াতে আমরা এলাকাবাসীরা সস্তি অনুভব করছি।বিধবা বেনজির বেগম বলেন, আমার পৈত্রিক সম্পত্তি বাল্লারপারের আব্দুল মছব্বির, ফয়সল সহ ২০/২৫ জন মিলে জবরদখল করে রাস্তা নির্মান করে নেয়। আমি মামলা করলে প্রশাসন উভয় পক্ষকে মিমাংশা না হওয়া পর্যন্ত জমি ও রাস্তায় না নামার আদেশ দেয়। আমি প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জমিতে নামা থেকে বিরত থাকি। কিন্তু তারা আজ আবার প্রশাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাস্তা পুনসংস্কারে নামে। এলাকাবাসী প্রতিবাদ জানালে তাদেরেকে মারধর করে।
আহত মছব্বির বলেন, আমি সকালে জানতে পারি পুর্বপরিকল্পনা অনুযায়ী বেনজির বেগম তার লোক দিয়ে রাস্তা কাটার জন্যে এসেছেন। আমি গিয়ে তাদেরকে বাধা দিলে আমাকে মারধর শুরু করলে আমার চিৎকার শুনে আমার বাড়ীর লোকেরা এগিয়ে আসলে তাদেরকেও আঘাত করে তারা।কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে।