ছাতক প্রতিনিধি:
ছাতকে এসএসসি ও সমমানের পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বাড়িতে শুভেচ্ছা উপহার হিসাবে মিষ্টি পাঠিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির। রবিবার উপজেলার ১৩১ জন কৃতি শিক্ষার্থীদের বাড়িতে তিনি এসব উপহার পাঠান।
উপহার পেয়ে ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মাহমুদ হাসান আলেক আবেগাপ্লুত হয়ে জানান, কৃতিত্বপূর্ন ফলাফল পাওয়ায় ইউএনও’র পক্ষ থেকে শুভেচ্ছা সহ উপহার পাওয়ায় সে অত্যন্ত আনন্দিত এবং এই উপহার ভবিষ্যতে এইরকম ফলাফল করতে তাকে আরো অনুপ্রাণিত করবে।উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির জানান, কৃতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য তার পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে।