ছাতক প্রতিনিধি:
ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল হক নামের এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সিলেটের শহীদ সামছুদ্দিন হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আব্দুল হক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের রাউলী গ্রামের চমক আলীর পুত্র ও ইউনিয়ন আওয়ালীগের সাধারন সম্পাদক। ২৮ মে তিনি ও তার এক পুত্রের করোনা পজেটিভ সনাক্ত হলে তাদের সিলেটের শহীদ সামছুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।
গত ২৪ ঘন্টার রিপোর্ট অনুযায়ী ছাতক শহরে আরো ২ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ছাতকে ২৬ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে ১ জনের মৃত্যু ও ৫জন সুস্থ হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী এ তথ্য নিশ্চিত করেছেন।