চট্টগ্রাম বন্দর ভিত্তিক খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি কন্টেইনার ইয়ার্ড এছাক ব্রাদার্স ইন্ডাষ্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী, আলহাজ্ব মোহাম্মদ ইউনুচ (৭০) গত ৩১ মে, রবিবার রাত ৯-৩০ মিনিটের সময় চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। মরহুমের নামাজের জানাযা ঐদিন রাত ২ ঘটিকার সময় নগরীর বন্দর দক্ষিণ মধ্যম হালিশহর সল্টগোলা রেল ক্রসিং এছাক সওদাগর বাড়ী প্রাঙ্গন জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি দীর্ঘ দিন ধরে কিডনি, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। মরহুমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন, সাবেক মেয়র, এম. মনজুর আলম, এম.এ লতিফ এম.পি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট, আলহাজ্ব খলিলুর রহমান, চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের উপদেষ্টা আলহাজ্ব সূফী মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন।
মধ্যম হালিশহর মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মনজুর আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আলী, অধ্যক্ষ বদিউল আলম রেজভী, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ মহাসচিব শাহজাদ ইবনে দিদার, চট্টগ্রাম মহানগর আহবায়ক মীর সেকান্দর মিয়া, সদস্য সচিব ছাদেক হোসেন পাম্পু, চট্টগ্রাম উত্তরের সভাপতি আবদু শুক্কুর, সাধারন সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দিন সবুর, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার, সুন্নী জগৎ নিবার্হী সম্পাদক আলমগীর ইসলাম বঈদী শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ যে ঐতিহ্য পরিবারের সন্তান হিসেবে আলহাজ্ব মুহাম্মদ ইউনুস চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক, ব্যারিস্টার সুলতান আহমদ ডিগ্রি কলেজের দাতা সদস্য ছাড়াও অনেক মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সহ বিভিন্ন ব্যবসায়ীক, সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সদালাপী, ধর্মানুরাগী, পরোপকারী, দানশীল, সহজ-সরল মনের মানুষ ছিলেন। মহান আল্লাহ পাক ও তাঁর প্রিয় হাবীব (দঃ) এর উসিলায় তাঁকে জান্নাতুল ফেরদৌসের সু-উচ্চ মকাম নসিব করুন -আমিন।